কুমিল্লার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সৃজন দেবনাথ জয় (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১জানুয়ারী) ভোর সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হন ওই যুবক। সে নরসিংদী জেলার ঘোরাশাল পৌরসভার পলাশ বাজার এলাকার রঞ্জিত চন্দ দেবনাথের ছেলে।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোঃ শাহীনূর ইসলাম জানান, নিহত সৃজন দেবনাথ প্রাইভেটকারে (ঢাকা মেট্রো গ ২৭-১৫৬১) কুমিল্লা থেকে নরসিংদী যাচ্ছিলেন। মহাসড়কের দাউদকান্দি উপজেলার বেকিনগর এলাকায় ভোর ৬টার দিকে প্রাইভেটকারটির একটি চাকা পাংচার হয়। সে তা নেমে দেখতে ছিল। এমন সময় ভোরে ঘন কোয়াশার কারণে হয়তো দেখতে না পেয়ে পিছন থেকে অজ্ঞাত একটি গাড়ী প্রাইভেটকারটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সৃজন দেবনাথ মারা যান।
Last Updated on January 11, 2024 7:04 pm by প্রতি সময়