কুমিল্লার দাউদকান্দি উপজেলার মাসিক আইন- শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
দাউদকান্দি উপটজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহিনুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন।
এসময় আরও বক্তব্য রাখেন, দাউদকান্দি সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী লিল মিয়া, দাউদকান্দি মডেল থানার ওসি তদন্ত শহীদুল্লাহ প্রধান ও হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম, পৌরসভার প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, জেলা পরিষদের সদস্য জেবুননেছা জেবু প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আফসার হোসেন খন্দকার , উপজেলা কৃষি অফিসার শেখ বিপুল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সাবিনা ইয়াসমিন চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম ফজলুল হকসহ পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
Last Updated on September 25, 2023 8:17 pm by প্রতি সময়