প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শন করেছেন কুমিল্লা জেলা প্রশাসক মো. কামরুল হাসান।গোমতী নদীর পাশে মনোরম পরিবেশে নির্মিত ঘরগুলো রবিবার (১ আগস্ট) দুপুরে ঘুরে দেখেন।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার সদর উত্তর ইউনিয়নের গোলাপের চরে ভূমিহীন ও গৃহহীনদের জন্য যেসব ঘর তৈরি হচ্ছে এর নির্মান কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক মো.কামরুল হাসান। তিনি ঘরগুলোর কাজের মানের খোঁজ নেন।
এ সময় উপস্থিত ছিলেন,দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুল ইসলাম খান, কুমিল্লা সিনিয়র সহকারী পুলিশ সুপার( দাউদকান্দি সার্কেল) জুয়েল রানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি )সুকান্ত সাহা, দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (ওসি )মো.নজরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি রকিব উদ্দিন রকিব প্রমুখ।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 1, 2021 9:58 pm by প্রতি সময়