ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দাউদকান্দির ইলিয়টগঞ্জ এলাকা থেকে রবিবার (২৫এপ্রিল)দুপুরে ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিল ও বিয়ারের ক্যানসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন-কুমিল্লা সদর উপজেলার শহরতলীর শাসনগাছা মহাজনবাড়ির এনামুল হক ভূইয়ার ছেলে আশিকুর রহমান ভূইয়া (৩২) ও একই উপজেলার সাতরা গ্রামের ফজলুল হকের ছেলে মো. রমজান ওরফে রানা (৩১)।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২৫এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো.সাইফুল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) রাজিব কুমার সাহা ও সহকারি উপ-পরিদর্শক (এএসআই) ইয়াছিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
এ সময় তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশী চালিয়ে ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেট, ৯২বোতল ফেনসিডিল এবং ১২টি কিংফিশার বিয়ারের ক্যানসহ ওই দুই যুবককে গ্রেফতার করে।এরমধ্যে গ্রেফতারকৃত আশিকুর রহমানের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও ডাকাতির প্রস্তুতিসহ ৪টি মামলা রয়েছে ও রমজান ওরফে রানার বিরুদ্ধে ২টি মাদকের মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা করেছে। আজ (রবিবার) বিকেলে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on April 25, 2021 10:56 pm by প্রতি সময়