
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত এবং সুষ্ঠুভাবে পূজা সম্পন্নের বিষয়ে দাউদকান্দি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মন্ডপগুলো পরিদর্শন করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার।
তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব। পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার ও দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে উদযাপন করতে পারে সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ৪২টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।