‘পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে কুমিল্লার দাউদকান্দিতে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সকালে দাউদকান্দি মডেল থানার উদ্যোগে ও জেলা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির সার্বিক সহযোগিতায় র্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসান,দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ মোজাম্মেল হক, পরিদর্শক (তদন্ত) শহীদউল্লাহ প্রধান
র্যালিতে আরও উপস্থিত ছিলেন দাউদকান্দি পৌরসভার প্যানেল মেয়র ও কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি রকিব উদ্দিন রকিব, দাউদকান্দি মডেল থানার উপ-পরিদর্শক রওশন জামান, উপ-পরিদর্শক হারুন-উর-রশীদ, উপ-পরিদর্শক ইমরান হোসাইন, উপ-পরিদর্শক নাজিম উদ্দীন প্রমুখ।
Last Updated on November 4, 2023 7:12 pm by প্রতি সময়