কুমিল্লার দাউদকান্দিতে ১২ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ আগস্ট) রাত ৯টায় দাউদকান্দি উপজেলার সুন্দলপুর মডেল ইউনিয়নের বড়গোয়ালী গ্রামের আবু ইউসুফ বুলবুলের বাড়ি থেকে কষ্টি পাথরের এ মূর্তিটি উদ্ধার করা হয়।
আবু ইউসুফ বুলবুল উপজেলার চরগোয়ালী খন্দকার নাজির উদ্দিন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বড়গোয়ালী গ্রামের কবরস্থানের মাটি ভরাট করতে গিয়ে পুকুর খনন করার সময় প্রাচীনকালের কষ্টি পাথরের একটি মূর্তির সন্ধান মেলে। এলাকার কিছু লোকজন মূর্তি পাওয়ার ঘটনাকে ধামাচাপা দেয়ার চেষ্টা করেন।গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পেয়ে সোমবার (২ আগস্ট) রাত ৯টার সময় আবু ইউসুফ বুলবুলের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করে। এর দৈর্ঘ ২৩ এবং প্রস্থ সাড়ে নয় ইঞ্চির মূর্তিটির ওজন ১২ কেজি।
শিক্ষক আবু ইউসুফ বুলবুল বলেন, প্রায় ২০/২৫ দিন আগে মাটি কাটার সময় আমরা মূর্তিটি পাই। ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় পুলিশকে জানাতে পারিনি।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে গত সোমবার রাতেই কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করা হয়েছে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 3, 2021 7:43 pm by প্রতি সময়