ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার আমিরাবাদ নামকস্থানে একটি হাইস মাইক্রোবাসে তল্লাশী চালিয়ে ১০ কেজি গাঁজাসহ তিন জনকে আটক করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২৩ মে )দুপুরে উপজেলার আমিরাবাদ বাসস্ট্যান্ডে ঢাকাগামী একটি হাইস মাইক্রোবাস থেকে ১০ কেজি গাঁজা সহ তাদেরকে আটক করা হয় এবং ব্যবহৃত হাইস মাইক্রোবাসটি জব্দ করেছে পুলিশ।
আটককৃতরা হলেন-লাকসাম উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের মৃত নাজির আহমেদের ছেলে মিজানুর রহমান (৩৪), কোতোয়ালী মডেল থানার মধ্য মাঝিগাছা গ্রামের মৃত সিরাজ মিয়ার মেয়ে হাসিনা আক্তার (৩৪) ও একই থানার বসন্তপুর গ্রামের নাসির মিয়ার স্ত্রী হোসনেয়ারা (৪৫)।
উপজেলার গৌরীপুর পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ ( ওসি) মো. আসাদুজ্জামান আসাদ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের আমিরাবাদ বাসস্ট্যান্ডে ঢাকাগামী একটি হাইস মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং এবং এ সময় মাইক্রোবাসের চালক মিজানুর রহমান সহ দুই মহিলা যাত্রীকে আটক করা হয়। হাইস মাইক্রোবাসটি পুলিশ হেফাজতে রয়েছে।
Last Updated on May 23, 2023 8:32 pm by প্রতি সময়