কুমিল্লার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দাউদকান্দিতে গাড়ি চাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত এবং গাড়ি চালক গুরুতর আহত হয়েছেন।
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম জানান, শনিবার ভোর রাতে মহাসড়কের শহীদনগর মিল গেইটের সামনে কুমিল্লাগামী অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেলের (ঢাকা মেট্রো-ল- ৩০-৬৫৭২) চালক ও আরোহী মারাত্মক আহত হয়।
পুলিশ তাদের উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আরোহী মোঃ মামুন খানকে মৃত ঘোষণা করেন। আশংকাজনক অবস্থায় চালক মোঃ সাহেদ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
নিহত মোঃ মামুন খান দাউদকান্দি উপজেলার সদর উত্তর ইউনিয়নের হাসনাবাদ গ্রামের ইউসুফ আলী খানের ছেলে। এঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
Last Updated on September 16, 2023 6:58 pm by প্রতি সময়