চুরির নাটক সাজাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন কুমিল্লার দাউদকান্দিতে অবস্থিত সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) এজেন্ট শাখা ম্যানেজার আল আমিন (৩০)। তাকে গ্রেফতার ও টাকা উদ্ধারের পর বুধবার (১০ ফেব্রুয়ারি) জেলা পুলিশ সুপার কার্যালয়ের প্রেস ব্রিফিং-এ এসব তথ্য জানানো হয়।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.নজরুল ইসলাম জানান,গত মঙ্গলবার সকালে পুলিশের কাছে সংবাদ আসে উপজেলার রায়পুর বাসস্ট্যান্ডে সোশ্যাল ইসলামী ব্যাংকের রায়পুর এজেন্ট শাখায় চুরির ঘটনা ঘটে। এ খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করে জানতে পারি যে, ব্যাংকের তালা ভেঙ্গে নগদ ৬ লাখ ৪০ হাজার টাকসহ সিসি ক্যামেরার ডিভাইস চুরি হয়।
কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহম্মেদ পিপিএম(বার) এর দিক নির্দেশনায় ডিবি ও সিআইডি পুলিশের টিম নিয়ে রহস্য উদঘাটনে কাজ শুরু করি। তথ্য প্রযুক্তির সহায়তায় ২৪ ঘন্টায় চুরির রহস্য উদ ঘাটন এবং চুরির মালামাল উদ্ধার করতে সক্ষম হই।
জেলা পুলিশের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ম্যানেজার ইতিপূর্বে ব্যাংকের ভোল্টের টাকা আত্মসাৎ করে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য নিজেই চুরির ঘটনার নাটক সাজায়। চুরির ঘটনায় চোরাইকৃত ১টি মনিটর, ১টি স্কেনার মেশিন, ১ টি ডিভিআর মেশিন, ৩ টি সিসিটিভি ক্যামেরা, ১ টি ফিঙ্গার প্রিন্ট মেশিন উদ্ধার করা হয়। আসামির দেওয়া তথ্য মতে তাহার বসত ঘরের সান-সীটের উপর হতে নগদ ১লাখ ৮৮হাজার ২৫০ টাকা জব্দ করা হয়।
এজেন্ট ব্যাংকের মালিক মো. মাসুমের দায়েরকৃত এজাহারের ভিত্তিতে পেনাল কোড আইনে ম্যানেজারকে আটক পূর্বক থানায় মামলা দায়ের করা হয়েছে।
Last Updated on February 10, 2021 11:41 pm by প্রতি সময়