‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্যে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সকালে দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহিনুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন।
উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মো. সুমন মুন্সির সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ আসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দাউদকান্দি পৌরসভার প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, উপজেলা ভূমি অফিসের কানুনগো মো.মোকলেছুর রহমান। সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন দাউদকান্দি ক্লাসিক সমবায় সমিতির সভাপতি রেহেনা আক্তার। এ সময় বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
Last Updated on November 4, 2023 6:47 pm by প্রতি সময়