মাদক ব্যবসা সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লার দাউদকান্দিতে মো. মহিউদ্দিন নামের এক যুবককে হত্যা করে তার ডান হাত কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে দাউদকান্দি উপজেলার ওলানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এদিন বেলা ১১টা দিকে বাড়ির পাশে মসজিদের কাছে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার ডান হাত কেটে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মহিউদ্দিন ওলানপাড়া এলাকার মো. রফিক মিয়ার ছেলে। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই মাদকসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
এঘটনার পর নিহত মহিউদ্দিনের বিচ্ছিন্ন হাতের অংশ নিয়ে হেটে যাওয়া এক যুবকের ১১সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, এক হাতে চাপাতি আরেক হাতে মহিউদ্দিনের কাটা হাতের অংশ নিয়ে ঘুরাতে ঘুরাতে হেটে যাচ্ছেন ওই যুবক।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, দাউদকান্দির গৌরীপুর এবং ওলানপাড়া গ্রাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও অপরাধীদের আখড়া হিসেবে পরিচিত। মাদক ব্যবসা নিয়ে স্থানীয় অপর একটি গ্রুপের সাথে মহিউদ্দিনের দ্বন্ধ চলছিল।
দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) শহীদুল্লাহ প্রধান জানান,নিহত মহিউদ্দিনের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদকসহ দাউদকান্দি থানায় তিনটি এবং অন্যান্য থানায় আরও তিনটিসহ মোট ৬টি মামলা রয়েছে। মাদক সিন্ডিকেটের বেশ কয়েকজনের সঙ্গে তার পূর্ব বিরোধ ছিল। হত্যাকারী কয়েকজনের নাম পেয়েছি। তবে তদন্তের স্বার্থে নামগুলো গোপন রাখতে হচ্ছে। আমরা তাদের গ্রেফতার অভিযান চালাচ্ছি।
Last Updated on September 7, 2024 8:35 pm by প্রতি সময়