কুমিল্লার দাউদকান্দিতে বীর মুক্তিযোদ্ধা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেনের ৭৮তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১অক্টোবর ) সকাল ১১ টায় দাউদকান্দি পৌর সদরে ড.খন্দকার মোশাররফ হোসেন কলেজ মিলনায়তনে এ আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির অভিভাবক সদস্য নূর মোহাম্মদ সেলিম সরকার।
সিনিয়র প্রভাষক আরিফুর রহমানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন কলেজ গভর্নিং বডির সাবেক অভিভাবক সদস্য দেলোয়ার হোসেন মিয়াজী, সহকারি অধ্যাপক মো.মাছুম বিল্লাহ, সহকারী অধ্যাপক মো.জয়নাল আবেদীন, সিনিয়র প্রভাষক মোসাম্মৎ শাহিনুর জাহান।
এসময় উপস্থিত ছিলেন, সহকারি অধ্যাপক জহিরুল ইসলাম রিপন, বৃহত্তর দাউদকান্দি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শাহীন, সাবেক কাউন্সিলর মজিবুর রহমান প্রধান প্রমুখ।
আলোচনা শেষে ড. খন্দকার মোশাররফ হোসেনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা দোয়া পরিচালনা করেন কলেজ মসজিদের খতিব আলহাজ আবুল হোসেন ফারুকী।
Last Updated on October 1, 2023 7:42 pm by প্রতি সময়