বিজ্ঞান ও প্রযুক্তি-উদ্ভাবনেই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে কুমিল্লার দাউদকান্দিতে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে দাউদকান্দি উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম।
এসময় দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.জিয়াউর রহমান, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, উপজেলা প্রকৌশলী মো.আফসার হোসেন খন্দকার, কৃষি অফিসার নিগার সুলতানা, মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম ফজলুল হকসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ২০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়।মেলায় শিক্ষার্থীরা তাদের তৈরী বিভিন্ন আধুনিক প্রযুক্তি উপস্থাপন করে।
এছাড়া মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম,
দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দুই ক্যাটাগরিতে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।
Last Updated on January 25, 2024 6:46 pm by প্রতি সময়