কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের বরকোটা গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে ওই দুই শিশু ফুটবল খেলতে গিয়ে ফুটবলটি পুকুরের পানিতে পড়ে যায়। বলটি আনতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তারা মারা যায়।
নিহত শিশুরা হচ্ছে বরকোটা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রিফাত ইসলাম ( ৮) এবং আজিজ মিয়ার ভাতিজা ফয়সাল (৭)।
স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তীব্র তাপপ্রবাহের কারণে মাদ্রাসা বন্ধ থাকায় দুই শিশু বাড়ির পাশে মাঠে ফুটবল খেলতে যায়। খেলার সময় ফুটবলটি পুকুরে পরে যায় এবং ফুটবলটি আনতে গিয়ে ওই দুই শিশু পুকুরে নেমে পানিতে ডুবে যায়।
নিহতদের আত্মীয়-স্বজন শিশুদের উদ্ধার করে উপজেলার গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
Last Updated on April 25, 2024 11:48 pm by প্রতি সময়