কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ভুলিরপাড় এলাকার একটি পুকুর থেকে নুসরাত (১২) নামে এক মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
নিহত নুসরাত তিতাস উপজেলার হাইদরকান্দি গ্রামের প্রবাসী রবিউলের মেয়ে।
আজ মঙ্গলবার (২৩এপ্রিল) সকালে গৌরীপুর ভুলিরপাড় ক্বারী আজগর আহমদ ইন্টারন্যাশনাল ইসলামীয়া মাদ্রাসার পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় নুসরাতের লাশ উদ্ধার করে পুলিশ।
জানা যায়, গত শুক্রবার (১৯এপ্রিল) নুসরাত ও ছোট ভাইকে তার মা উপজেলার গৌরীপুর ভুলিরপাড়ে অবস্থিত ক্বারী আজগর আহমদ ইন্টারন্যাশনাল ইসলামীয়া মাদ্রাসায় ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি করান। তারা মাদ্রাসায় থাকতো। মঙ্গলবার (২৩এপ্রিল) সকালে স্থানীয়রা মাদ্রাসার পাশের পুকুরে ভাসমান লাশ দেখে পুলিশকে খবর দেয়।
মাদ্রাসার দুই শিক্ষার্থী ফাতেমা ও ফাহিমা জানায়, গত শুক্রবার নুসরাত ও তার ছোট ভাই এখানে ভর্তি হয়। সোমবার রাতে আমরা একসাথে ঘুমাইছি। ফজর নামাজের জন্য উঠে দেখি নুসরাত রুমে নেই। আজ সকালে শুনি নুসরাতের লাশ পুকুরে ভেসে আছে।
নুসরাতের মা মোর্শেদা বেগম বলেন, পাঁচদিন আগে মেয়ে ও ছোট ছেলেকে ওই মাদ্রাসায় ভর্তি করিয়েছি। তারা ওখানেই থাকতো।
মঙ্গলবার(২৩এপ্রিল) সকালে মাদ্রাসা থেকে ফোন করে আমাকে আসতে বলে।আমি জানতে চাই কি সমস্যা? বলে আসলে জানতে পারবেন। এসে দেখি আমার মেয়ে আর দুনিয়াতে নেই। পুকুর থেকে নাকি তার ভাসমান লাশ উদ্ধার করেছে। কিন্তু আমার মেয়েতো সাঁতার জানতো।
মাদ্রাসার মালিক মাওলানা আবু বকর সিদ্দিক বলেন, মঙ্গলবার(২৩) সকাল সাড়ে ৬ লটায় জানতে পারি নুসরাত নিখোঁজ। আমি রাতে মাদ্রাসায় থাকি না।মাদ্রাসায় দুই জন মহিলা ও দুই জন পুরুষ শিক্ষক থাকে এবং রাতে মাদ্রাসার দরজা তালা থাকে।কিন্তু সে কিভাবে মাদ্রাসা থেকে বেড় হলো তা বুঝতে পারছি না।
দাউদকান্দি মডেল থানার ওসি (তদন্ত) মো.শহিদুল্লাহ জানান, আমরা দেখেছি পুরো মাদ্রাসায় সিসি ক্যামেরা লাগানো আছে। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হবে এবং ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Last Updated on April 23, 2024 7:45 pm by প্রতি সময়