কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সালাউদ্দিন সরকারকে দোনারচর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
বুধবার (১ নভেম্বর)সকালে দোনারচরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, পুলিশের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করা ও নাশকতার অভিযোগে মঙ্গলবার (৩১ অক্টোবর)পুলিশ বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় আজ বুধবার সকালে দোনারচর গ্রামের নিজ বাড়ি থেকে দাউদকান্দি পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সালাউদ্দিন সরকারকে গ্রেফতার করে পুলিশ। আজ বুধবার তাকে ওই মামলায় আদালতে পাঠানো হয়েছে।
Last Updated on November 1, 2023 7:58 pm by প্রতি সময়