কুমিল্লার দাউদকান্দিতে তীব্র তাপদাহে গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের বেশ কজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের ভর্তি করা হয়।
বুধবার (৭ জুন) উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা চলাকালীন সময়ে প্রচন্ড গরমে বিভিন্ন কক্ষের শিক্ষার্থীরা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীদের সহযোগিতায় তাদেরকে দ্রুত দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়।
অসুস্থ শিক্ষার্থীরা হলো- পূর্নিমা (১৫), ফাতেমা (১৩), সুমাইয়া (১৩), সাদিয়া(১৪), জাকিয়া (১৩),মালিহা(১৪), ফাহিয়া (১৩), মাহি (১৩), সামিয়া(১৪)সহিদুল(১৬), তাবাসসুম (১৬), তানিয়া (১৫),চন্দ্রিকা (১৩), কারিমা(১৫),আমেনা(১৪)জাহিদ(১৬), ইকরা(১৪), ওহি(১৪) খাদিজা ( ১৪) জায়েদা( ১৫) তাওহীদ(১৬) ও প্রীতি (১৪)। এরা সবাই ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণির ছাত্র/ছাত্রী বলে জানা গেছে।
দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও)মো. মহিনুল হাসান বলেন, এ ঘটনায় গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের আগামী দুই দিনের জন্য পরীক্ষা স্থগিত ও স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
এ সংবাদ পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যান, কুমিল্লা জেলা প্রশাসক শামীম আলম, জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, জেলার ডেপুটি সিভিল সার্জন ডা.নিসর্গ মেরাজ চৌধুরী, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.মহিনুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.তৌহিদ আল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.জিয়াউর রহমান,দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঁঞা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ,কে,এম ফজলুল হক, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো.নোমান মিয়া সরকার, দাউদকান্দি পৌর প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সেলিম প্রমুখ।
জেলা সিভিল সার্জন ডা.নাছিমা আক্তার বলেন, অতিরিক্ত গরমে স্কুলের ছাত্র/ছাত্রীরা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। এরমধ্যে ১৭ জন শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন। অন্যদের যথাযথভাবে চিকিৎসা চলছে।
কুমিল্লা জেলা প্রশাসক শামীম আলম বলেন, অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে উঠেছে। বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে অন্যান্য শিক্ষার্থীদের চিকিৎসা চলছে। বাকীরাও দ্রুত সুস্থ হয়ে উঠবে ইনশাল্লাহ।
উল্লেখ্য, গত ৬ জুন মঙ্গলবার ওই স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী উম্মে হাবিবা গরমে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করে।
Last Updated on June 7, 2023 9:15 pm by প্রতি সময়