কুমিল্লার দাউদকান্দি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তালতলী নামক স্থানে চারশো বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
শনিবার (০৬মার্চ) সকাল সোয়া ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির তালতলী নামক স্থানে এক্সপিড সিএনজি পাম্পের পশ্চিম পাশে পুলিশের চেকপোস্ট চলাকালীন সময়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-কুমিল্লার সদর দক্ষিণ থানার দড়িবট গ্রামের শফিকুর রহমানের ছেলে মো.সাব্বির (২৩) এবং একই গ্রামের মো.জালাল উদ্দিনের ছেলে মো.ইব্রাহীম খলিল শাওন (২০)।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল সোয়া ৮টায় দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তালতলী নামক স্থানে এক্সপিড সিএনজি পাম্পের পশ্চিম পাশে মায়ের দোয়া হোটেলের সামনে উপ-পরিদর্শক (এসআই) সহিদার রহমান ও উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ দেলোয়ার হোসেন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে পুলিশের চেকপোস্ট চলাকালীন সময়ে ঢাকামুখী একটি প্রাইভেটকার (ঢাকা-মেট্রো-গ-৩৯-১৩১০) তল্লাশী চালিয়ে দুইটি চটের বস্তায় রাখা চারশো বোতল ফেন্সিডিলসহ মো. সাব্বির ও মো. ইব্রাহীম খলিল শাওন নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। মাদক সরবরাহের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করেছে পুলিশ।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আজ শনিবার মাদকদ্রব্য আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।আদালতের মাধ্যমে আসামীদের কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on March 6, 2021 5:33 pm by প্রতি সময়