পৃথিবীর শ্রেষ্ঠতম একটি নাম ‘মা’। এই শান্তির ডাক শতকিছুর বিনিময়েও অন্য কোনো শব্দের সঙ্গে তুলনা হয় না। গর্ভধারিণী মায়ের সন্তান ভূমিষ্ঠের প্রথম দিন থেকে জীবনের শেষ পর্যন্ত সন্তানের প্রতি সেই মায়ের ভালোবাসার কোনো পরিবর্তন হয় না। অথচ আমাদের এই ঘুনে ধরা সমাজে মমতাময়ী সেই মায়ের প্রতি সন্তানের অন্যায় অমানবিক নিষ্ঠুর আচরণ প্রায়ই ঘটে থাকে।
এমন একটি ঘটনা ঘটেছে কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। বয়সের ভারে ন্যুব্জ এক মায়ের ওপর পুত্রের অমানবিক আচরণ নির্যাতন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসার পর বয়োবৃদ্ধ মায়ের খোঁজ নেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা। আর নির্যাতনকারী পলাতক পুত্রকে পাঁচ দিনের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনার বিষয় জানা গেছে, কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিগাঁও ইউনিয়নের বায়নগর গ্রামে শিকদার বাড়ির জীবন শিকদারের স্ত্রী বয়োবৃদ্ধ মাজেদা বেগমকে প্রতিদিনই মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন তার ছেলে মনির শিকদার। বয়োবৃদ্ধ মাকে নির্যাতনের এমন একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে (২৫ অক্টোবর) রাতে বিষয়টি দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসানের নজরে আসে।
ঘটনার বিষয় জানতে ও পুত্রের নির্যাতনের শিকার ওই মাকে দেখতে বৃহস্পতিবার (২৬অক্টোবর) সকালে বায়নগর গ্রামের শিকদার বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহিনুল হাসান। তার উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যান নির্যাতনকারী পুত্র মনির শিকদার।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্যাতিত মায়ের সাথে দেখা করেন এবং প্রযোজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে বয়োবৃদ্ধ মাজেদা বেগমকে তার ছেলের স্ত্রীর জিম্মায় বুঝিয়ে দেন। এ সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি মেম্বারকে মাজেদা খাতুনের খোঁজখবর রাখতে বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহিনুল হাসান পাঁচ দিনের মধ্যে বয়োবৃদ্ধ মায়ের উপর নির্যাতনকারী পুত্র মনের শিকদারকে ইউএনও কার্যালয়ে হাজির করানোর জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমেদকে দায়িত্ব দেন।
Last Updated on October 26, 2023 8:51 pm by প্রতি সময়