রমজানের পবিত্রতা বজায় রেখে সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপনের লক্ষ্যে দাউদকান্দি উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে বাঙলা নতুনবর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.মহিনুল হাসানের সভাপতিত্বে সভায় পবিত্র মাহে রমজানের ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে বাংলা নববর্ষ উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এসময় উদযাপন প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আহসান হাবীব চৌধুরী লিল মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, দাউদকান্দি মডেল থানা অফিসার ইনচার্জ ( ওসি) মুহাম্মদ আলমগীর ভূঞা, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আফসার হোসেন খন্দকার, উপজেলা কৃষি অফিসার শেখ বিপুল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন চৌধুরী, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগ সভাপতি ও পৌর প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার খোরশেদ আলম, সোহরাব হোসেন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
Last Updated on April 11, 2023 10:10 pm by প্রতি সময়