ছবি: পৌর বিএনপির সভাপতি নূর মোহাম্মদ সেলিম সরকার #
কুমিল্লার দাউদকান্দিতে বর্তমানে বিএনপির ভোটের রাজনীতিতে কঠিন সময় চলছে, এমনটিই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সদ্য শেষ হওয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের মাঠে বিএনপির নেতাকর্মীদের খুঁজে পাওয়া যায়নি।এমনকি এখানকার দলের প্রথম সারির নেতারা ভোট দিতে কেন্দ্রমুখি হননি।সবমিলে দাউদকান্দি বিএনপিতে জাঁদরেল নেতৃত্ব থাকা সত্ত্বেও ভোটযুদ্ধে টিকতে পারছে না।
দাউদকান্দিতে দলটির এমন অবস্থায় আসন্ন পৌরসভা নির্বাচনে দৃঢ় মনোবল নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন দাউদকান্দি পৌর বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক নূর মোহাম্মদ সেলিম সরকার ।দল তাকে মনোনয়ন দিলে ভোটের লড়াইয়ে সেরা প্রতিদ্বন্দ্বিতার জায়গাটি তিনি তৈরি করে ধানেরশীষের জয় নিশ্চিত করবেন বলে সম্প্রতি এমন আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সাংবাদিকদের কাছে।
নূর মোহাম্মদ সেলিম সরকার বলেন, দল থেকে মনোনয়ন পেলে তিনি মেয়র পদে নির্বাচন করতে প্রস্তুত রয়েছেন।পৌর বিএনপির সভাপতি পদে দায়িত্ব পাওয়ার পর দলের মধ্যে কোনো দ্বন্দ্ব ও গ্রুপিং নেই বলেও তিনি দাবী করেন।
দুঃসময়ে তিনি দলের নেতাকর্মীদের ছেড়ে যাননি। সবসময় নেতাকর্মীদের খোঁজ নিয়েছেন,এখনো নিচ্ছেন বলেও জানান।
দল তাকে মনোনয়ন দিলে যেমন নির্বাচনের জন্য প্রস্তুত, তেমনি দলের অন্য কাউকে মনোনয়ন দিলেও তিনি তার পক্ষে নিষ্ঠার সাথে কাজ করবেন বলে সাংবাদিকদের জানান।
নূর মোহাম্মদ সেলিম সরকার বলেন, ছাত্র রাজনীতি থেকে শুরু করে বিএনপির রাজনীতিতে যুক্ত হয়ে এখনও নীতি নৈতিকতা ধরে রেখে রাজনীতি করছেন। পাশাপাশি সামাজিক ও মানবকল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়া protisomoy news ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন নিউজ পেতে অ্যাকটিভ থাকুন।
Last Updated on November 2, 2020 12:28 am by প্রতি সময়