কুমিল্লার দাউদকান্দিতে বিদেশী মদ ও ফেন্সিডিলসহ দুই জনকে আটক করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। শুক্রবার (৯ জুন) রাতে দাউদকান্দি পৌর সদরে খাসমহল রোডে গোমতী সিনেমা হলের সামনে থেকে মাদকদ্রব্যসহ দুই যুবককে আটক করা হয়।
আটককৃতরা হলেন-দাউদকান্দি উপজেলার উত্তর সতানন্দি গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে মোবারক ও বড় সাতপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে আনিছুর রহমান।
দাউদকান্দি মডেল থানা অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ আলমগীর ভূঞা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি পৌরসদরের খাসমহল রোডে অভিযান চালিয়ে গোমতী সিনেমা হলের সামনে থেকে দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। এসময় তাদের তল্লাশী করে চোর বোতল বিদেশী হুইস্কি মদ, পাঁচ বোতল ফেন্সিডিল, ১২ বোতল বোডকা ও তিনটি প্লাস্টিক বোতলের হুইস্কি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পর আটককৃতদের শনিবার কুমিল্লা আদালতের মাদ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
Last Updated on June 10, 2023 8:44 pm by প্রতি সময়