সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০৬:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যৌথ বাহিনীর অভিযানে সাবেক কাউন্সিলর বিল্লাল গ্রেফতার লাকসামে স্বামীর সঙ্গে ঝগড়া, অতঃপর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার কুমিল্লা টাউনহলের মাঠজুড়ে বিপ্লবী শিক্ষার্থীদের গ্রাফিতি # শিক্ষার্থীদের শিল্পকর্ম নতুন বাংলাদেশের সংগ্রামী ইতিহাসের স্বাক্ষী প্রাইভেটকারের ডিকিতে ৮০ কেজি গাঁজা, হাইওয়ে পুলিশের হাতে একজন আটক ব্রাহ্মণপাড়ায় গার্মেন্টস ব্যবসায়ী খুন কুমিল্লা নগরীতে নিষিদ্ধ পলিথিনের খুঁজে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর মুরাদনগরে ছাত্র-জনতার আন্দোলনে নিহত স্কুল ছাত্রের পরিবারকে ঘর নির্মাণ করে দিচ্ছেন সাবেক এমপি কায়কোবাদ জামায়াতকে শেষ করতে গিয়ে ষড়যন্ত্রকারীরা নিজেরা শেষ হয়ে গেছে : সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ‘আমার মা জোহরা তাজউদ্দীন আওয়ামী লীগের হাল ধরেছিল, পরে দলটি একটি পরিবারের হাতে বন্দি হয়ে গেল’ দৈনিক আজকের জীবন পত্রিকার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন দেবিদ্বারে অপহরণ ও ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছরিন আক্তারের প্রথম মৃত্যু বার্ষিকী আজ দেশ নিয়ে ষড়যন্ত্র করলে রুখে দেবে ছাত্র জনতা : কুমিল্লায় জামায়াতের সেক্রেটারি জেনারেল আওয়ামীপন্থি ২০ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল কুমিল্লায় ছোট ভাইকে বাঁচাতে ডোবার পানিতে ডুবে বড় বোনের মৃত্যু মুরাদনগরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা বরুড়ার ড. নেয়ামত উল্যা ভূঁইয়া পরিকল্পনা কমিশনের সদস্য মধ্যস্বত্বভোগীদের জালে দেশের দ্বিতীয় বৃহত্তম কুমিল্লার নিমসারের সবজিবাজার দাউদকান্দিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত দুই কিশোরের লাশ উত্তোলন দেশের দ্বিতীয় বৃহত্তম কৃষিপণ্য বাজার নিমসারে খাজনা ও টোল আদায় স্থগিত

দাউদকান্দিতে মহাসড়ক সংলগ্ন অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ

মোহাম্মদ আলী শাহিন, স্টাফ রিপোর্টার (দাউদকান্দি) কুমিল্লা
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৭ দেখা হয়েছে

কুমিল্লা দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (এন-১) এর শহীদনগর নামকস্থানে সড়ক ও জনপথের অধিকগ্রহণকৃত ভূমিতে অবৈধভাবে দখল করে গড়ে তোলা ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১ফেব্রুয়ারী) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত টানা ৩ ঘন্টা এ উচ্ছেদ অভিযান চালায় সড়ক ও জনপথ বিভাগ।

 

কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, দাউদকান্দি উপজেলার কুমিল্লা সড়ক বিভাগের আওতাধীন ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়ক (এন-১) এর ৪৪তম কিলোমিটারে ভাগলপুর এবং ছোট মোহাম্মদপুর মৌজায় শহীদনগর নামক স্থানে সওজ’র অধিগ্রহণকৃত ভূমিতে অবৈধভাবে নির্মিত প্রায় ৫০টি দোকান ঘরের স্থাপনা উচ্ছেদ করা হয়।উচ্ছেদকৃত দোকানদের মধ্যে ছিলো খাদ্যের দোকান, রেষ্টুরেন্ট, ফলের দোকান, রকমারী দোকান,চায়ের স্টল, ওয়ার্কসপ ও ওষুধের দোকান।

অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দাউদকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.জিয়াউর রহমান।

 

এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা, দাউদকান্দি-চান্দিনা সার্কেলের এএসপি এনায়েত কবির সোয়েব, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মোজাম্মেল হক, উপজেলার গৌরীপুর পুলিশ কেন্দ্রের ইনচার্জ মো. আসাদুজ্জামান আসাদ ও দাউদকান্দি হাইওয়ে থানার ওসি শাহীনুর ইসলাম।

 

অভিযানকালে কুমিল্লা জেলা পুলিশ, দাউদকান্দি মডেল থানা পুলিশ, দাউদকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, দাউদকান্দি পল্লী বিদ্যুতের একটি টিমসহ হাইওয়ে থানার পুলিশের দুইটি টিম আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সহায়তা করে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.জিয়াউর রহমান বলেন, সরকারি জায়গা দখলমুক্ত করতে এধরনের অভিযান চলমান থাকবে।

 

কুমিল্লা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, সড়ক ও জনপথের জায়গায় অবৈধভাবে যারা দখল করে রেখেছেন এসব জায়গা পর্যায়ক্রমে উদ্ধার করা হবে। অবৈধ স্থাপনা উচ্ছেদ এটা আমাদের নিয়মিত কার্যক্রম।

সুনিতি চাকমা আরো বলেন, এই উচ্ছেদ অভিযান শুরুর আগে অবৈধ স্থাপনা চিহ্নিত করে লাল চিহ্ন দেয়া হয়েছে এবং বুধবার মাইকিং করা হয়েছে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য।

Last Updated on February 1, 2024 6:41 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102