কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের মাঠে বর্ণাঢ্য আয়োজনে নাইজেরিয়ান একাদশ ও দাউদকান্দি একাদশের মধ্যে মাদকবিরোধী সচেতনতামূলক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টায় দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় দাউদকান্দি একাদশ নাইজেরিয়ান একাদশকে ১-০ গোল পরাজিত করে বিজয়ী হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহিনুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর ( অব.) মোহাম্মদ আলী সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা পরিষদ চেয়ারম্যান পারভেজ সরকার, কুমিল্লা সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) এনায়েত কবীর সোয়েব, দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খোরশেদ আলম টাইগারের সার্বিক তত্ত্বাবধানে প্রীতি ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি ও দাউদকান্দি পৌর প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো.নোমান মিয়া সরকার সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
Last Updated on October 3, 2023 11:26 pm by প্রতি সময়