কুমিল্লার দাউদকান্দিতে রুহুল আমিন মোল্লা (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার বিরুদ্ধে থানায় ৭/৮টি মাদক মামলা রয়েছে। নিহত রুহুল আমিন দাউদকান্দি উপজেলার জায়গীর গ্রামের আয়েত আলী মোল্লার ছেলে।
বুধবার (২০ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টায় উপজেলার বারপাড়া ইউনিয়নের সাতপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। মাদক কারবার নিয়ে এ হত্যাকান্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
স্থানীয়রা ও পুলিশ জানান, রুহুল আমিন দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক সেবন ও বিক্রি করতেন।এক দেড় মাস আগে এলাকার লোকজন তাকে ধরে পুলিশের হাতে দেয়।কিছুদিন আগে তিনি জেল থেকে ছাড়া পান।
বুধবার রাত ১১টার দিকে সাতপাড়া গ্রামের রাস্তায় একটি মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন।স্থানীয়রা খবর দিলে রাত ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।ওই ব্যক্তির মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
নিহতের স্ত্রী মরিয়ম বেগম বলেন, বুধবার রাত ৮টার দিকে আমার স্বামী ঘর থেকে বেরিয়ে যায়।এরপর রাত ১১টার দিকে তার মৃত্যুর খবর পাই।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান,নিহত রুহুল আমিন মোল্লার নামে মাদক, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিসহ ৭/৮টি মামলা রয়েছে থানায়।ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
বৃহস্পতিবার লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
Last Updated on December 21, 2023 6:03 pm by প্রতি সময়