কুমিল্লার দাউদকান্দি উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩০ অক্টোবর ) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহিনুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন।
সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, দাউদকান্দি মডেল থানার ওসি মো.মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী লিল মিয়া, দাউদকান্দি পৌরসভার প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, জেলা পরিষদের সদস্য জেবুন নেছা জেবু প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আফসার হোসেন খন্দকার, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সাবিনা ইয়াসমিন চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম ফজলুল হক সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।
মাসিক আইন-শৃঙ্খলা সভায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাগণ উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের তৎপরতা তুলে ধরেন।
Last Updated on October 30, 2023 9:11 pm by প্রতি সময়