কুমিল্লার দাউদকান্দি পৌর বাজারে ম্যাজিস্ট্রেট আসার খবর শুনে পেঁয়াজের দাম ৮০-৯০টাকা কমিয়ে প্রতি কেজি ১১০ টাকায় বিক্রি করেন ব্যবসায়ীরা।অভিযানের আগে ব্যবসায়ীরা ১৯০ টাকা থেকে দুইশো টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করছিলেন।
মঙ্গলবার বিকালে দাউদকান্দি পৌরবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান।
দাউদকান্দি পৌরবাজার এলাকার ভাই ভাই বাণিজ্যালয়ে ১১০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করছিলেন।ভাই ভাই বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী বিপ্লব পোদ্দার জানান, আমাদের দোকানে কম দামে কেনা কিছু পেঁয়াজ মজুদ ছিল। সেগুলো আমরা ১০ টাকা লাভে ১১০ টাকা কেজি দরে বিক্রি করেছি।
কয়েকজন ক্রেতা জানান, গতকাল এবং আজ মঙ্গলবার সকালেও কেজি প্রতি ১৯০-২০০ টাকা দরে পেঁয়াজ বিক্রি হয়েছে। এখন ১১০ টাকা কেজি কিনেছি।কেজি প্রতি ১১০টাকায় পেঁয়াজ কিনে বেজায় খুশি ক্রেতারা।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট মো.জিয়াউর রহমান জানান, পৌরসভার বাজারে মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে মূল্যতালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করার দায়ে ৬টি দোকানকে মোট ৩৪ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর মো.কামরুজ্জামান ও মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোবিন্দ দাশ।
Last Updated on December 12, 2023 7:55 pm by প্রতি সময়