কুমিল্লার দাউদকান্দিতে ৫ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।রবিবার (২ জুলাই) আনুমানিক সকাল ৭ টায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের সাধারদিয়া গ্রামে অভিযুক্তের নিজ বসত ঘরে এ ঘটনা ঘটে।
ধর্ষণের শিকার ওই শিশুটির মা মঙ্গলবার (৪জুলাই) বিকালে দাউদকান্দি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ওই দিন সন্ধ্যায় পুলিশ অভিযুক্ত জুলহাস মোল্লাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের সাধারদিয়া গ্রামের মুনসুর আলী মোল্লার ছেলে।ধর্ষিতা শিশুটিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সুদর্শন কান্তি দে শিশু ধর্ষণের ঘটনায় জুলহাস মোল্লাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত রবিবার (২ জুলাই) সকাল সাড়ে ৬টায় শিশুটি তার বাড়ির পাশেই নানার বাড়িতে যায়। সেখান থেকে ফেরার পথে আনুমানিক সকাল ৭টায় পাশের বাড়ি প্রতিবেশী জুলহাস মোল্লা শিশুকে খাবার ও টাকা দেয়ার লোভ দেখিয়ে কৌশলে জুলহাস মোল্লা তার নিজ বসত ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন।
ধর্ষিতার খালা খুঁজতে খুঁজতে জুলহাসের ঘরের সামনে শিশুটির জুতা দেখতে পেয়ে ঘরের ভিতর প্রবেশ করার চেষ্টা করলে ওই সময় জুলহাস লুঙ্গি পরতে পরতে দৌড়ে পালিয়ে যায়। শিশুটির খালা ধর্ষকের ঘরে ঢুকে শিশুটিকে উলঙ্গ ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।
পরে শিশুটির মা তাকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসেন।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিকভাবে ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেন।প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে ওই শিশু কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন আছে।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঞা জানান,অভিযোগ পাওয়ার পর বিষয়টি স্পর্শকাতর হওয়ায় তাৎক্ষণিক তদন্ত করা হয় এবং অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
Last Updated on July 5, 2023 8:49 pm by প্রতি সময়