শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় কুমিল্লার দাউদকান্দিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৫আগস্ট) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.কামরুল ইসলাম খান,সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অন্যান্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী,কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সভাপতি রকিব উদ্দিন রকিব,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক হেলাল মাহমুদ,যুবলীগ নেতা মুরাদ চৌধুরী সুমন প্রমুখ।
এ সময় দাউদকান্দি উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 5, 2021 8:13 pm by প্রতি সময়