কুমিল্লা -হোমনা আঞ্চলিক সড়কে ট্রাক চাপায় কবির হোসেন (৪৫) নামে এক ভ্যানচালক ঘটনাস্থলে নিহত হয়েছে।নিহত কবির হোসেন দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের দক্ষিণ হরিপুর গ্রামের ফুল মিয়ার ছেলে।
বুধবার আনুমানিক সকাল সোয়া ১১টার দিকে দাউদকান্দি-গৌরীপুর-হোমনা আঞ্চলিক সড়কের পেন্নাই নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার আনুমানিক সকাল সোয়া ১১টার দিকে দাউদকান্দি-গৌরীপুর-হোমনা আঞ্চলিক সড়কের পেন্নাই নামকস্থানে একটি রড বোঝাই মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৭৬১৫)একটি ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলে ভ্যানচালক নিহত হয়।
উপজেলার গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো.রফিকুল ইসলাম জানান, ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে এবং ওই ট্রাকের চালক পলাতক।
Last Updated on August 10, 2022 9:25 pm by প্রতি সময়