কুমিল্লার দাউদকান্দি উপজেলার আঞ্চলিক সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে সহোদর ভাই-বোন নিহত হয়েছে। দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ মোট ৫ জন গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (২৬ মে) আনুমানিক দুপুর ১২ টায় দাউদকান্দি উপজেলার গৌরীপুর-মতলব আঞ্চলিক সড়কের শেখবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত
চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন-উপজেলার কাউয়াদি গ্রামের সিরাজ মিয়ার ছেলে আল আমিন (৩৫) এবং তার বড় বোন ভবানীপুর গ্রামের মৃত আনু মিয়ার স্ত্রী ছালেহা বেগম (৪৫)।নিহত দুইজন সহোদর ভাই-বোন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,উপজেলার গৌরীপুর-মতলব আঞ্চলিক সড়কের শেখবাড়ি এলাকায় ঢাকাগামী জৈনপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা-জ-১৪-০৩৩৪) এর সাথে বিপরীতগামী সিএনজি অটোরিক্সা (কুমিল্লা-থ-১১-৮৬৫৭) মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় সিএনজি অটোরিক্সার যাত্রী সহোদর ভাই-বোন নিহত এবং একই পরিবারের ৩ সদস্যসহ মোট ৫ জন গুরুতর আহত হয়।
আহতরা হলেন- নাজমুল (২৫), তার স্ত্রী রিনা আক্তার (২২) কন্যা শিশু নুসরাত (৩) ও অপর যাত্রী রোকসানা (৩০ ) এবং চালক শান্ত (২০) আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঞা বলেন,নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি অটোরিক্সা পুলিশ হেফাজতে রয়েছে।
Last Updated on May 26, 2023 10:28 pm by প্রতি সময়