কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক সাইফুল্লাহ মাসুম গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তার বাম হাত এবং বুকের হাড় ভেঙ্গে গেছে। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শনিবার (১৫ জুলাই) রাত সোয়া ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাইফুল্লাহ মাসুম কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক ভোরের কলাম পত্রিকার স্থানীয় প্রতিনিধি।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় রাস্তা পারাপারের সময় একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসার দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
দুর্ঘটনায় তার বাম হাত এবং বুকের হাড় ভেঙে গেছে। রাতেই বুকের অপারেশন করা হয়েছে বলে তার ভগ্নিপতি মো. আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
Last Updated on July 16, 2023 7:21 pm by প্রতি সময়