অর্থের লালসায় স্ত্রী নিজের সন্তান অপহরণের নাটক সাজিয়ে শেষ পর্যন্ত পুলিশের জালে আটক হলেন রোমানা আক্তার নামে এক প্রবাসীর স্ত্রী। সন্তান অপহরণ হয়েছে এবং অপহরণকারিরা তিন লাখ টাকা মুক্তিপণ দাবী করছে এমন নাটক সাজিয়ে বৃহস্পতিবার ( ১১ ফেব্রুয়ারি) পুলিশের অভিযানে আটক হলেন ওই নারী ও তার সঙ্গীয় তিন স্বজন। কুমিল্লার দাউদকান্দি উপজেলায় এ ঘটনা ঘটেছে।
জানা যায়, কুমিল্লা দাউদকান্দির বিটেশ্বর এলাকার বাসিন্দা প্রবাসী নাসির উদ্দিন। তার স্ত্রীর নাম রোমেনা আক্তার। গত ৮ জানুয়ারী তার ছেলে ৮ বছর বয়সী রোমান আকন্দ অপহরণ হয়েছে বলে ৯ জানুয়ারী তিনি দাউদকান্দি থানায় একটি সাধারণ ডায়েরী করেন। অপহরণকারীরা প্রবাসী নাসির উদ্দিনের কাছে ছেলের মুক্তিপনের জন্য তিন লাখ টাকা দাবী করে। এদিকে মালয়েশিয়া থেকে নাসির উদ্দিন পুলিশকে অনুরোধ করেন তার ছেলে রোমান আকন্দকে অপহরণকারীদের হাত থেকে বাঁচাতে।
পরে দাউদকান্দি থানার পুলিশের একটি দল তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে ঢাকা যাত্রাবাড়ীর পুলিশ বক্সের সামনে আপন বাস সার্ভিস সংলগ্ন একটি ঘর থেকে রোমান আকন্দকে (৮) উদ্ধার করে।
এ ঘটনায় জড়িত থাকার রোমান আকন্দের মা রোমানা আক্তার, ফুফা স্বপন মিয়া, খালা নুসরাত জাহান ও মামি নাসরিন আক্তারকে আটক করা হয়।
দাউদকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, রোমানা আক্তারের মা ব্রাক ব্যাংকের একটি মামলা এবং ভাই নাজমুল একটি হত্যা মামলায় জেলে রয়েছে। মা ও ভাইয়ের জামিনের জন্য টাকা প্রয়োজন। তাই রোমানা আক্তার তার বড় ছেলেকে ঘিরে অপহরণের নাটক সাজায়।
Last Updated on February 11, 2021 11:16 pm by প্রতি সময়