ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় তল্লাশী চালিয়ে ১শ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
বুধবার (২৫ আগস্ট)ভোর ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোলপ্লাজা সংলগ্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।এ সময় গাঁজাবহনকারী একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
আটকরা হলেন-কুমিল্লা সদর দক্ষিণ থানার পুরাতন চোয়ারা গ্রামের এখলাস মিয়ার ছেলে নূরে আলম (২৫) ও চাঁদপুর জেলার শাহরাস্তি থানার সুস্বাদ গ্রামের আবুল হাশেমের ছেলে নূর হোসেন (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোর ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোলপ্লাজা সংলগ্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সহকারী পুলিশ সুপার দাউদকান্দি(সার্কেল) মো.জুয়েল রানার নেতৃত্বে দাউদকান্দি মডেল থানার ওসি মো.নজরুল ইসলাম ও এসআই হারিসুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোলপ্লাজা সংলগ্ন স্থানে পুলিশের তল্লাশী চৌকী বসিয়ে অভিযান চালিয়ে ঢাকাগামী একটি রাশ প্রাইভেটকারে (ঢাকা মেট্রো ঘ ১৫-২৮১৩)তল্লাশী চালিয়ে গাড়ীর ভিতরে থাকা নীল পলিথিন দিয়ে মোড়ানো ১কেজি করে ১০০টি বান্ডেল থেকে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১শ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী নূরে আলম ও নূর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন,এ ঘটনায় মাদকদ্রব্য আইনে থানায় মামলা হয়েছে।গ্রেফতারদের বুধবার আদালতের মাধ্যমে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 25, 2021 8:37 pm by প্রতি সময়