কুমিল্লার দাউদকান্দিতে ১৩০০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।এ ঘটনায় জড়িত থাকার অপরাধে পাঁচ মৎস্য ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সোমবার (১৫মার্চ) দিবাগত রাতে দাউদকান্দি উপজেলার গোয়ালমারী চৌধুরী বাড়ি সংলগ্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ১৩০০ কেজি জাটকা জব্দসহ পাঁচ মৎস্য ব্যবসায়ীকে আটক করে।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে আসামীদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জব্দকৃত জাটকা ইলিশগুলো স্থানীয় মাদরাসা, এতিমখানা ও হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে।
পুলিশ জানায়, গত সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো.জুয়েল রানা ও দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার গোয়ালমারী চৌধুরী বাড়ি সংলগ্নস্থানে পুলিশ অভিযান চালিয়ে ১০টি নীল রংয়ের প্লাষ্টিক ড্রাম ভর্তি প্রায় ১৩০০ কেজি জাটকা ইলিশ উদ্ধার করে তা জব্দ করা হয়। এসময় পাঁচ মৎস্য ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- মহসিন (৪০) পিতা মৃত আব্দুল হামিদ মাল, হানিফ (৬০) পিতা মৃত দলিল দেওয়ান,আজহার (৪০) পিতা রফিক মাঝি, মোহাম্মদ আলী (৩৯) পিতা মৃত আলম মাঝি, মো.হাবিব (৩৬) পিতা মৃত মাল মসা মাঝি। আটককৃতরা চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বাসিন্দা।
এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারিছুল হক বাদী হয়ে দাউদকান্দি থানায় মামলা করেন।
Last Updated on March 16, 2021 9:41 pm by প্রতি সময়