কুমিল্লার দাউদকান্দি উপজেলায় চতুর্থ পর্যায়ে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১৩০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল দুই শতক জমিসহ সেমিপাকা ঘর।
বুধবার (২২ মার্চ) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হয়ে এসব ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় দাউদকান্দিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.মহিনুল হাসানের সভাপতিত্বে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১৩০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে দুই শতক জমিসহ আধাপাকা নতুন ঘরের চাবি ও জেলা প্রশাসক স্বাক্ষরিত দলিল হস্তান্তর করেন।
দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মো.মহিনুল হাসান জানান, উপজেলায় চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দাউদকান্দি পৌরসভার দোনারচরে ৭০টি, দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নে ২৮টি, বিটেশ্বর ইউনিয়নে ৮টি, ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নে ২৪টি সহ মোট ১৩০টি নতুন সেমিপাকা ঘর সহ খাস জমি ভূমি ও গৃহহীনদের মাঝে বরাদ্দ দেওয়া হয়েছে।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ,দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড.আহসান হাবীব চৌধুরী লিল মিয়া,উপজেলা পরিষদ এর ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রুজিনা আক্তার, দাউদকান্দি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঞা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:মো.তৌহিদ আল হাসান, উপজেলা এলজিইডি প্রকৌশলী আফসার হোসেন খন্দকার,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, কুমিল্লা জেলা পরিষদের সদস্য জেবুন্নেছা জেবু সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
Last Updated on March 22, 2023 10:38 pm by প্রতি সময়