কুমিল্লার দাউদকান্দিতে ১৫ কেজি গাঁজাসহ মাহবুব আলম (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
রবিবার (৩১ মার্চ) দিবাগত রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকা থেকে তাকে আটক করে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
আটক মাহবুব আলম কুমিল্লার কোতয়ালী থানার পাচথুবি ইউনিয়নের চান্দপুর গ্রামের শাহীন মিয়ার ছেলে।
আজ সোমবার ( ১এপ্রিল) গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আসাদুজ্জামান আসাদ তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রবিবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকার মায়ের দোয়া গ্যারেজেে সামনে নীল রংয়ের একটি পুরাতন প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-গ-১২-৩৬০৮) ৩/৪জন লোকের আচরন সন্দেহজনক মনে হলে টহলরত পুলিশের এসআই রাজিব প্রাইভেটকারটির কাছে যাওয়া মাত্রই তারা পালানোর চেষ্টা করে। তখন সঙ্গীয় ফোর্সদের সহায়তায় চালকের আসনের পাশে বসা মাহবুব আলমকে আটক করা হয়।
তিনি আরো জানান, এসময় প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে পেছনের ঢালা থেকে ১টি চটের বস্তায় তিনটি প্যাকেটে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় । মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। ধারনা করা হচ্ছে এরা মাদক পাচারকারী। আটক মাহবুব আলমকে আজ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।
Last Updated on April 1, 2024 9:23 pm by প্রতি সময়