কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর এলাকায় রাত্রীকালীন টহল ডিউটির সময় পুলিশ ৫ জন ডাকাতকে গ্রেফতার করেছে।
শুক্রবার রাতে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই উমর ফারুক সঙ্গীয় অফিসার ফোর্সসহ গৌরীপুর এলাকায় টহল ডিউটি করছিলেন। টহল দলটি যখন গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারী কলেজের সামনে পুকুরের দক্ষিণ পাড়ে নির্জন জায়গায় পৌঁছায়, তখন তারা দেখতে পায় কয়েকজন লোক সমবেত হয়েছে।টহল দল যখন তাদের দিকে এগিয়ে যায়, তখন তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের পিছু নেয় এবং ৫ জনকে আটক করে।
আটককৃতরা হলো- মোঃ মিলন মিয়া আকাশ, মোঃ মামুন মিয়া, মোঃ বাবু মিয়া, মোঃ হৃদয় মিয়া এবং পারভেজ।
তাদের বিরুদ্ধে মোট ১৬টি মামলা রয়েছে, যার মধ্যে রয়েছে অস্ত্র আইন, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, ছিনতাই এবং মাদক মামলা।
পুলিশ তাদের কাছ থেকে একটি লোহার পাইপ গান, ৩টি রাবার কার্তুজ, একটি লোহার পাইপ, দুটি ছুরি এবং একটি দা উদ্ধার করেছে।
জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করেছে যে তারা গৌরীপুর এলাকায় বাসা-বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে ঘটনাস্থলে সমবেত হয়েছিল। তারা আরও স্বীকার করে যে, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার থানা এলাকায় বিভিন্ন সময়ে বাসা-বাড়িতে ডাকাতি করেছে।
Last Updated on May 4, 2024 7:42 pm by প্রতি সময়