কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন হত্যার সাত দিন পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে তিনজনকে গ্রেফতার করেছে র্যাবের আভিযানিক টিম।
রোববার (৭ মে) সকালে কুমিল্লা নগরীর শাকতলায় র্যাব কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব-১১ অধিনায়ক লে. কর্ণেল মো. তানভীর মাহমুদ পাশা।
গ্রেফতাররা হলেন- কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দির এলাকার খুরশিদ মিয়ার ছেলে মো.ইসমাইল। একই উপজেলার মনাইরকান্দি এলাকার মো. আক্তার হোসেন শিকদারের ছেলে সোহেল শিকাদার, দাউদকান্দি উপজেলার গোপচর এলাকার মৃত বজলুল রহমানের ছেলে শাহ আলম (পা কাটা আলম)।
প্রেস ব্রিফিংয়ে র্যাব অধিনায়ক জানান, হত্যাকাণ্ডের পর থেকে র্যাব-১১ এর একাধিক টিম ছায়া তদন্তে মাঠে কাজ করছে। র্যাব ঘটনাস্থলসহ আশপাশের বাড়িঘর ও স্থাপনার বেশ কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। র্যাবের গোয়েন্দা তথ্য এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার দিনে-রাতে ঢাকার রায়েরবাগ এলাকা থেকে শাহিনুল ইসলাম ও মো. ইসমাইল এবং চট্টগ্রাম থেকে শাহ আলম ওরফে পা কাটা আলমকে গ্রেফতার করা হয়।
র্যাব কর্মকর্তা জানান, এ মামলার এজাহারনামীয় অপর ছয় আসামির মধ্যে সুজন ও আরিফ নেপালে, বাদল দুবাই, শাকিল ভারতে ও অলি হাসান সৌদি আরবে এবং কালা মনির পালিয়ে গেছে।
তিনি বলেন, কিলিং মিশনে অংশ নেয়া বোরকা পরা তিন দুর্বৃত্তের পরিচয় অনেকটা নিশ্চিত হওয়া গেছে, তবে তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় এখনই বলা যাচ্ছে না। বিদেশে পলাতক আসামিদের গ্রেফতারের বিষয়ে ইণ্টারপোলের সহায়তা নেওয়া হচ্ছে।
Last Updated on May 7, 2023 4:32 pm by প্রতি সময়