প্রকাশ্যে ঘর থেকে টেনে হেঁচড়ে বের করে কুমিল্লার দাউদকান্দির হাসনাবাদ ভিটিকান্দি গ্রামের আবুল কালামকে (২৮) কুপিয়ে হত্যার ঘটনার এক মাসের মধ্যে আত্মগোপনে থাকা মূল আসামী সাজ্জাদ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গৌরীপুর বাস কাউন্টারের সামনে থেকে দাউদকান্দি মডেল থানা পুলিশের এসআই মনিরুল ইসলাম (কালাম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা), এএসআই মোবারক হোসেনসহ সঙ্গীয় ফোর্স আসামী সাজ্জাদ মিয়াকে (২৪) গ্রেফতার করে।
দাউদকান্দি মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৩০ জুলাই দাউদকান্দি উত্তর ইউনিয়নের হাসনাবাদ ভিটিকান্দি গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে আবুল কালামকে কপিয়ে গুরুতর আহত করা হয়।পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এঘটনায় নিহত কালামের বড় ভাই ইসমাইল বাদী হয়ে ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
# দেশ–বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 29, 2020 3:02 pm by প্রতি সময়