বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেনের মস্তিষ্কে টিউমার অপসারণে রেডিওথেরাপি দেওয়া হচ্ছে। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন।
ড. মোশাররফ হোসেনের রোগমুক্তি কামনায় মঙ্গলবার (৪ জুলাই) কুমিল্লার দাউদকান্দি উপজেলার মডেল মসজিদসহ উপজেলার বিভিন্ন মসজিদ- মাদ্রাসা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বাদ যোহর দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
দাউদকান্দি উপজেলা পরিষদের উদ্যোগে মসজিদ- মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে এই দোয়া মাহফিল ও প্রার্থনার আয়োজন করা হয়।
দাউদকান্দি উপজেলার মডেল মসজিদের পেশ ইমাম দোয়া পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী,উপজেলা ভাইস- চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন প্রমুখ।
এদিকে উপজেলা বিএনপি,অঙ্গ সংগঠন উপজেলার বিভিন্ন মসজিদ- মাদ্রাসায় এবং পৌর বিএনপি, অঙ্গ সংগঠন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মসজিদ- মাদ্রাসায় পৃথক পৃথকভাবে ড.খন্দকার মোশাররফ হোসেনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক এম,এ লতিফ ভূইয়া,যুগ্ম আহবায়ক আলহাজ্ব জসিম উদ্দিন,সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম,পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, যুগ্ম আহবায়ক নূরুল আমিন নাইম সরকার, মোস্তাক সরকার,কাউন্সিলর বিল্লাল হোসেন খন্দকার সুমন, মো.কামাল হোসেন সরকার,মাহবুব হোসেন হিরন,বাবুল মোল্লা,পৌর বিএনপির সদস্য সচিব কাউছার আলম সরকার, পৌর যুবদলের আহবায়ক শরীফ চৌধুরী,ছাত্রনেতা আসাদুজ্জামান লিমন প্রমুখ।
উল্লেখ্য,গত ২৭ জুন উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান ড.খন্দকার মোশাররফ হোসেন। সেখানে তার স্ত্রী ও ছেলে সঙ্গে রয়েছেন। ছেলে ড.খন্দকার মারুফ হোসেন জানান, চিকিৎসকের পরামর্শে মস্তিষ্কে টিউমার অপসারণে রেডিওথেরাপি দেওয়া হচ্ছে।সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চলছে এই চিকিৎসা।
Last Updated on July 4, 2023 6:18 pm by প্রতি সময়