বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দাউদকান্দি উপজেলা ও দাউদকান্দি পৌর শাখার ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (৫ এপ্রিল) সন্ধ্যায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব এএফএম তারেক মুন্সি স্বাক্ষরিত এই দুই ইউনিটের কমিটি ঘোষণা করা হয়।
৪১ সদস্য বিশিষ্ট দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক করা হয়েছে এমএ লতিফ ভূঁইয়াকে। আর সদস্য সচিব করা হয়েছে ভিপি মো. জাহাঙ্গীর আলমকে।
দাউদকান্দি পৌর বিএনপি নূর মোহাম্মদ সেলিম সরকারকে আহবায়ক ও কাউছার আলম সরকারকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক মো. আক্তারুজ্জামান সরকার জানান,দলকে শক্তিশালী, গতিশীল এবং আন্দোলনমুখী করার লক্ষ্যে দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
Last Updated on April 6, 2023 6:59 pm by প্রতি সময়