কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) অধ্যয়নরত কুমিল্লা জেলার দাউদকান্দি-তিতাস-মেঘনা তিন উপজেলার শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘দাউদকান্দি-তিতাস-মেঘনা স্টুডেন্টস এসোসিয়েশন’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতি হয়েছেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী জিসান খান এবং সাধারণ সম্পাদক ২০১৯-২০ শিক্ষাবর্ষে আইন বিভাগের শিক্ষার্থী খন্দকার রেদোয়ান তানজীম।
বুধবার (২৭ মার্চ) সাবেক সভাপতি ফারুক মিয়াজি ও সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সিরাজুল ইসলাম, নাফিস আহমেদ ভূইয়া, আসরনা আক্তার। যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন রাজিব ফরাজি, আল আমিন, ইয়াসির আরাফাত, আজহারুল ইসলাম।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাংগঠনিক সম্পাদক রমজান চৌধুরী, সাব্বির হোসেন, মেহেদী হোসেন, আল আমিন, পলি আক্তার, মিথিলা ফারহানা। দপ্তর সম্পাদক আবু সাঈদ তালুকদার। অর্থ বিষয়ক সম্পাদক কাউসার মোল্লা। প্রচার সম্পাদক শাকিল আহম্মেদ। উপ-প্রচার সম্পাদক ফরহাদ সরকার। তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাআদ ইবনে আব্দুল্লাহ। ছাত্রী বিষয়ক সম্পাদক তানজিনা সুলতানা, আমেনা আক্তার মিতা। আপ্যায়ন বিষয়ক সম্পাদক ফাহিম ভূঁইয়া। সংস্কৃতি বিষয়ক সম্পাদক নাজমুল হাসান ফাহিম। কার্যনির্বাহী সদস্য আবু জায়েদ, উম্মে রোম্মান,ইরফাত জাহান,নোমান ভূঁইয়া, সাজ্জাদ হোসেন ও জেরিন তাসলিম ।
উল্লেখ্য, আগামী এক বছর নবগঠিত কমিটি দায়িত্ব পালন করবে।
Last Updated on March 28, 2024 3:36 am by প্রতি সময়