নতুন কোন করআরোপ না করে কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ২০২৩-২০২৪ অর্থবছরের ৩৯কোটি ৭২লাখ ৬২হাজার ৩ শ ৭৯টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
রবিবার (২৫ জুন) দুপুরে পৌরসভা কার্যালয়ের হল রুমে পৌর মেয়র নাইম ইউসুফ সেইন এ বাজেট ঘোষণা করেন।বাজেট অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন পৌর মেয়র নাইম ইউসুফ সেইন।
বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ৩৯ কোটি ৭২ লাখ ৬২হাজার ৩ শ ৭৯ টাকা এবং মোট ব্যয় ধরা হয়েছে ৩৬ কোটি ৩৭লাখ ৭৫হাজার টাকা। সমাপ্তি জের ধরা হয়েছে ৩ কোটি ৩৪ লাখ ৮৭ হাজার ৩৭৯টাকা।
মোট রাজস্ব আয় ধরা হয়েছে ১০কোটি ৪০ লাখ ১ হাজার ৬৬৭ টাকা, রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ১৭ লাখ ৭৫ হাজার টাকা, রাজস্ব উদ্বৃত্ত ২কোটি ২২ লাখ ২৬ হাজার ৬৬৭টাকা।মোট উন্নয়ন আয় ২৯ কোটি টাকা ৩২লাখ ৬০ হাজার ৭১১টাকা এবং উন্নয়ন ব্যয় ২৮ কোটি ২০ লাখ টাকা।উন্নয়ন উদ্বৃত্ত ১ কোটি ১২ লাখ ৬০ হাজার ৭১১ টাকা।
বাজেট পর্যালোচনায় সাংবাদিক ও সুধীজনদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পৌর মেয়র নাইম ইউসুফ সেইন । বাজেট ঘোষণাকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ এনামুল হক এমেল,প্যানেল মেয়র -২ রকিব উদ্দিন রকিব ,পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মনিরুজ্জামান, সহকারী প্রকৌশলী এইচ,এম কামরুজ্জামান, হিসাব রক্ষণ কর্মকর্তা মো.শাহাদাত হোসেন,প্রকৌশলী শাখা আব্দুল আহাদ,কাউন্সিলর বিল্লাল হোসেন খন্দকার সুমন,কাউন্সিলর সালাউদ্দিন,আব্দুল হক মীর,দেলোয়ার হোসেন প্রধান,শামীম মিয়া,সংরক্ষিত মহিলা কাউন্সিলর নুরুন নাহার, লাভলী আক্তার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার বিভিন্ন কর্মকর্তা,সুশীলসমাজ, ব্যবসায়ী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
Last Updated on June 25, 2023 8:00 pm by প্রতি সময়