কুমিল্লার দাউদকান্দি পৌরসভা নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করা ৫৯জনের মধ্যে চারজনের মনোনয়ন বাতিল হয়েছে।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই বাছাই পর্বে মেয়র পদে একজন ও কাউন্সিলর পদে তিনজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার মো.কামরুল ইসলাম খান ও সহকারী রিটার্নিং অফিসার আশরাফুন নাহার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে কাগজপত্র যথাযথ না হওয়ায় মেয়র পদে ৬ জন প্রার্থীর মধ্যে ১জনের মনোনয়নপত্র বাতিল ও সাধারণ কাউন্সিলর পদে ৪২ জন প্রার্থীর মধ্যে ৩জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন প্রার্থীর সবকটি প্রার্থীর বৈধতা ঘোষণা করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার মো.কামরুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করে জানান,যাচাই বাছাইয়ে কাগজপত্র যথাযথ না হওয়ায় যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে,তারা জেলা প্রশাসকের নিকট আপিল করার সুযোগ আছে।
যাচাই বাছাইয়ে মেয়র পদে বৈধ প্রার্থীরা হলেন-আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী বর্তমান মেয়র নাইম ইউসুফ,বিএনপি থেকে নূর মোঃ সেলিম সরকার,স্বতন্ত্র প্রার্থী মোঃ শাহজাহান মিয়া,মোছঃ তাছলিমা চৌধুরী ও মোহাম্মদ আবু মুছা।
মনোনয়নপত্র বাতিলকৃত ৪জন ব্যক্তিরা হলেন-মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী গোলাম মহিউদ্দিন মাহমুদ,কাউন্সিলর পদে ২নং ওয়ার্ডের প্রার্থী-মিজানুর রহমান,৪নং ওয়ার্ডের প্রার্থী আবছার উদ্দিন ও শাহাজাদা মজুমদার।
উল্লেখ্য,পৌরসভা নির্বাচনে গত ১৭ জানুয়ারি মেয়র পদে ৬জন,সাধারণ কাউন্সিলর পদে ৪২ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী উপজেলা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দেন। ঘোষিত তফসিল অনুযায়ি দাউদকান্দি পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ ইভিএম পদ্ধতিতে ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
Last Updated on January 19, 2021 8:12 pm by প্রতি সময়