কুমিল্লার দাউদকান্দি ও মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) ও ম্যাক্স গ্রুপের যৌথ উদ্যোগে কোভিড-১৯ সংক্রমনে আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়েছে।
করোনা রোগীদের জন্য দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সকে ২০টি ও মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়।
সোমবার (২৬জুলাই) সকাল সাড়ে ১১টায় অক্সিজেন সিলিন্ডার বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং আইইবি’র সাবেক প্রেসিডেন্ট প্রকৌশলী মো.আবদুস সবুর।
ভার্চুয়াল আলোচনায় প্রকৌশলী আবদুস সবুর বলেন,প্রকৌশলীরা দেশের সব দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছে।এবারও এর ব্যতিক্রম হয়নি।দাউদকান্দি ও মেঘনা উপজেলার একটি মানুষও যেন অক্সিজেনের অভাবে মারা না যায় সেই জন্য যত অক্সিজেন প্রয়োজন আইইবি তা সরবরাহ করবে।তিনি আরো বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা খুব দ্রুত মহামারী কাটিয়ে উঠবো।এজন্য সবার সচেতনতা এবং সহযোগীতা প্রয়োজন।
আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী মো.নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন আইইবি’র ভাইস-প্রেসিডেন্ট প্রকৌশলী মো.নুরুজ্জামান,মেঘনা উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন সিকদার,দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মো.কামরুল ইসলাম খান,কুমিল্লা সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো.জুয়েল রানা,মেঘনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রবীর কুমার রায়,দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.শহীদুল ইসলাম শোভন,মেঘনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.জালাল হোসেন,ম্যাক্স গ্রুপের প্রতিনিধি সানাউল হক বকুল,জিএস সুমন সরকার প্রমূখ।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on July 27, 2021 7:55 pm by প্রতি সময়