সূর্যের আলোক রশ্মিতে যেন আগুনের উত্তাপ ঝরছে। পথ-ঘাট, সড়ক সবখানেই রোদের প্রখর তীব্রতা। জীবিকার তাগিদে ছুটে চলা পথচারী নিম্নআয়ের মানুষগুলোর জীবন যেন ওষ্ঠাগত। এই দাবদাহ থেকে একটু স্বস্তি দিতে নিম্নআয়ের মানুষ, রিকশা, সিএনজি, ইজিবাইক চালক ও পথচারীদের মধ্যে শরবত, পানির বোতল, বিস্কুট ও স্যালাইনের পানি বিতরণ করেছে কুমিল্লার সংগীতশিল্পীরা।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে কুমিল্লা সার্কিট হাউজ সড়কে শিল্পকলা একাডেমীর সামনে তীব্র রোদ ও গরমে বিপর্যস্ত তিনশোর বেশি পথচারী, রিকশা, সিএনজি, ইজিবাইক চালকের মধ্যে শরবত, পানি, বিস্কুট বিতরণ করে কুমিল্লা সংগীতশিল্পী পরিবার।
তীব্র দাবদাহে শরবত, পানি পেয়ে অনেকেই সংগীতশিল্পী পরিবারের সদস্যদের মাথায়, শরীরে হাত বুলিয়ে দেন। পানি শরবত পানকারীরা এই মানবিক কাজের জন্য সংগীত শিল্পী পরিবারের সদস্যদের জন্য দোয়া করেন।
শরবত পান করে রিকশাচালক সামাদ মিয়া বলেন, ‘এই গরমে এক গ্লাস শরবত আমার মত একজন বয়স্ক রিকশাচালককে বেশ প্রশান্তি এনে দিয়েছে। এটা খুব ভালো উদ্যোগ। সারা দিন রিকশা চালিয়ে খুব কষ্ট হয়। সারা দিনই পানি খেতে হয়। এই শরবত পেয়ে ভালো লাগলো।’
সংগীতশিল্পী ইশতিয়াক আহমেদ পল্লবের সার্বিক তত্ত্বাবধানে শরবত ও পানির বোতল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কুমিল্লা সংগীত শিল্পী পরিবারের সদস্য আনোয়ার হোসেন আনু, জিয়াউর রহমান জসিম, কিশোর কান্তি দে কিষান, শাহেদুল ইসলাম পলাশ , কানাই নাগ, রিপন আলী, ইসরাত রহমান স্মৃতি, ইমরান মাসুদ, তপু সাঈদ, কল্যাণ সাহা বাবু, ইসমাইল মুরাদ, রবিন রাকিবুল, বিল্লাল মিডিয়ার বিল্লালসহ আরো অনেকে।
আয়োজকদের পক্ষে সংগীতশিল্পী ইশতিয়াক আহমেদ পল্লব বলেন, বর্তমানে কুমিল্লায় অসহনীয় গরম বিরাজ করছে। প্রয়োজন ছাড়া যেন মানুষ ঘর থেকে বের হচ্ছে না। এ সময়ে অনেকেই বাড়িতে থাকতে পারলেও শ্রমজীবী মানুষেরা পেটের দায়ে বাইরে বের হয়েছেন।পথচারীরাও নানা কাজে বের হয়েছেন।এই গরমে তাঁদের কিছুটা স্বস্তি দিতে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে শরবত, পানির বোতল, খাবার স্যালাইন মিশ্রিত পানি ও বিস্কুট বিতরণ করা হয়েছে। আমরা মনে করি, তীব্র তাপদাহের এই সময়ে ব্যক্তিগত বা সাংগঠনিক সামর্থ্য নিয়ে পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে পানীয় বিতরণ কার্যক্রমে সকলকে এগিয়ে আসা উচিত।
Last Updated on April 25, 2024 10:23 pm by প্রতি সময়