নিজ কর্মস্থলে দায়িত্বরত অবস্থায় মারা গেলেন কাস্টমস কর্মকর্তা মো. রেজওয়ানুল হক। তার বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর। সোমবার (১৬ আগস্ট) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম সমুদ্রবন্দর জেটির গেট ডিভিশনে দায়িত্বরত অবস্থায় হার্ট অ্যাটাকে মারা যান কাস্টমস হাউসের এই তরুণ কর্মকর্তা। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই অবুঝ শিশু সন্তান রেখে গেছেন।
রেজওয়ানুল হক চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়।
কাস্টমস হাউসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) সহকারী কমিশনার রেজাউল করিম গণমাধ্যমকে জানান, রেজওয়ানুল হক বন্দর জেটির গেট ডিভিশনে কাজ করছিলেন। সোমবার বিকেলে হঠাৎ অসুস্থতা বোধ করলে তাকে প্রথমে আগ্রাবাদের একটি বেসরকারি হাসপাতাল ও পরে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।
রেজওয়ানের লাশ সোমবার রাতেই মুন্সিগঞ্জে গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে বলে জানান চট্টগ্রাম কাস্টমস হাউসের এই কর্মকর্তা।
# স্ত্রী ও দুই অবুঝ শিশু সন্তানের সঙ্গে রেজওয়ানুলের এই ছবি এখন কেবলই স্মৃতি।
এদিকে তরুণ এ কর্মকর্তার অকাল মৃত্যুতে কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী নিজের ফেসবুক পেইজে শোক প্রকাশ করে লিখেছেন..
কর্তব্যরতাবস্থায় মেধাবী এআরও রেজওয়ানুলের ইন্তিকাল।(ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।
চলে যাবার জন্য ছত্রিশ বছর বড় কোন বয়স নয়। তবু নম্র, ভদ্র, সুদর্শন, মেধাবী তরুণ এ কর্মকর্তা পৃথিবীর মায়া ত্যাগ করে আজ চলে গেল।
দুটো ফুটফুটে শিশু জানেনা কি আছে ওদের আগামিতে! বাবাকে পাওয়া বোঝার আগেই হারিয়ে ফেলল! অল্প বয়সী স্বামীহারা মেয়েটি হতভম্ব। জানিনা ওর বাবা মা ভাইবোনের ওপর দিয়ে কী যাচ্ছে! সহকর্মীরা বিলাপ করছে। সামাজিক মাধ্যমে সে বিলাপ দিগ্বিদিক ছড়িয়ে কান্না হয়ে ভেসে আসছে। নানা প্রশ্ন, এমন কেন হলো! এমন সময়ে কেন? আমাদের হাতে কিছু নেই। সিদ্ধান্ত আল্লাহর।
আজ বিকেল ৫-৩০মি: এ কাস্টম হাউস, চট্টগ্রাম এর মেধাবী কর্মকর্তা রেজওয়ানুল হক দায়িত্ব পালনকালে বড় ধরণের হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন।
আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা যেন তার সকল গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌসের উচ্চতম স্থান নসীব করেন-আমিন। তার দুটি শিশু সন্তানকে রহম করেন ও তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন ।
রেজওয়ান চট্টগ্রাম কাস্টমস হাউসে এর গেট ডিভিশনে পদস্থ ছিল। এর আগে সিসিআইডিতে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে ১৭ডিসেম্বর এনবিআর এ এআরও পদে যোগদান করেন।
তিনি ঢাকা কলেজ থেকে এসইএসসি, ইংলিশে ব্যাচেলর ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন। ছায়ানট সঙ্গীত বিদ্যায়তন থেকেও সঙ্গীত বিষয়ে পড়ালেখা করেন।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 17, 2021 4:49 pm by প্রতি সময়