সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০১:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুমিল্লার ৫টি সংসদীয় আসনে ২৯ জনের মনোনয়ন বৈধ, বাতিল ও স্থগিতের তালিকায় হেভিওয়েট ৯ স্বতন্ত্র প্রার্থী দাউদকান্দি-তিতাস এলাকায় মেরিন ফিশারী একাডেমি প্রতিষ্ঠা করা হবে : ইঞ্জিনিয়ার সবুর ভূমিকম্পে কুবির আবাসিক হলের দেয়ালে ফাটল মনোনয়ন বাতিলের ষড়যন্ত্র চলছে, সংবাদ সম্মেলনে কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী টিটুর অভিযোগ এমপি রাজি মোহাম্মদ ফখরুলকে নির্বাচনি অনুসন্ধান কমিটির কারণ দর্শানো নোটিশ কুমিল্লায় ভূমিকম্প আতঙ্কে ২০ জন আহত দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কুমিল্লার রামগঞ্জ অঞ্চল ভবিষ্যত গঠনে সর্বোত্তম সময় ছাত্রজীবন অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা দল মুরাদনগরের কোম্পানীগঞ্জে দেশীয় মুখরোচক খাবার নিয়ে আল সৌদিয়া রেস্তোরাঁর যাত্রা শুরু বরুড়ায় সাবেক শিক্ষার্থীদের সংগঠন বৃত্তি দিল অধ্যয়নরত শিক্ষার্থীদের কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় আওয়ামী লীগ নেতার ওপর হামলা মৃত্যুর আগে ‘বীর নিবাস’ ঘরে বসত হলো না মুক্তিযোদ্ধা মোবারক উল্লাহর মহাসড়কে আতঙ্কের আরেক নাম লাইসেন্সবিহীন কিশোর চালক # যাত্রীদের গন্তব্যে পৌঁছার প্রতিটি মুহূর্ত দুর্ঘটনা ঝুঁকিতে কুমিল্লায় ডিসির স্বাক্ষর জাল করে ভুয়া দলিলে সরকারি ভূমি দখলের অভিযোগ # তদন্তে অভিযোগ প্রমানিত হলেও মামলা কিংবা অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়নি কুমিল্লার ১১টি আসনে মনোনয়ন জমা দিলেন যারা কুমিল্লার ১১টি আসনে ১২১ জন প্রতিটি মানুষকে মনে রাখতে হবে সুস্থ হার্ট সুস্থ জীবন : ডা. তৃপ্তীশ কোটবাড়ি এলাকায় তিশা পরিবহনের তিন বাসে আগুন উৎসবমুখর পরিবেশে এমপি বাহারের মনোনয়নপত্র দাখিল

দায়িত্বরত অবস্থায় হার্ট অ্যাটাক ! না ফেরার দেশে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব কর্মকর্তা রেজওয়ানুল  

প্রতিসময় ডেস্ক
  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ১৫৮ দেখা হয়েছে

নিজ কর্মস্থলে দায়িত্বরত অবস্থায় মারা গেলেন কাস্টমস কর্মকর্তা মো. রেজওয়ানুল হক।  তার বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর।  সোমবার (১৬ আগস্ট) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম সমুদ্রবন্দর জেটির গেট ডিভিশনে দায়িত্বরত অবস্থায় হার্ট অ্যাটাকে মারা যান কাস্টমস হাউসের এই তরুণ কর্মকর্তা। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই অবুঝ শিশু সন্তান রেখে গেছেন।

রেজওয়ানুল হক চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়।

কাস্টমস হাউসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) সহকারী কমিশনার রেজাউল করিম গণমাধ্যমকে জানান, রেজওয়ানুল হক বন্দর জেটির গেট ডিভিশনে কাজ করছিলেন। সোমবার বিকেলে হঠাৎ অসুস্থতা বোধ করলে তাকে প্রথমে আগ্রাবাদের একটি বেসরকারি হাসপাতাল ও পরে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।

রেজওয়ানের লাশ সোমবার রাতেই মুন্সিগঞ্জে গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে বলে জানান চট্টগ্রাম কাস্টমস হাউসের এই কর্মকর্তা।

# স্ত্রী ও দুই অবুঝ শিশু সন্তানের সঙ্গে রেজওয়ানুলের এই ছবি এখন কেবলই স্মৃতি।

এদিকে তরুণ এ কর্মকর্তার অকাল মৃত্যুতে কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী নিজের ফেসবুক পেইজে শোক প্রকাশ করে লিখেছেন..

কর্তব্যরতাবস্থায় মেধাবী এআরও রেজওয়ানুলের ইন্তিকাল।(ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।

চলে যাবার জন্য ছত্রিশ বছর বড় কোন বয়স নয়। তবু নম্র, ভদ্র, সুদর্শন, মেধাবী তরুণ এ কর্মকর্তা পৃথিবীর মায়া ত্যাগ করে আজ চলে গেল।

দুটো ফুটফুটে শিশু জানেনা কি আছে ওদের আগামিতে! বাবাকে পাওয়া বোঝার আগেই হারিয়ে ফেলল! অল্প বয়সী স্বামীহারা মেয়েটি হতভম্ব। জানিনা ওর বাবা মা ভাইবোনের ওপর দিয়ে কী যাচ্ছে! সহকর্মীরা বিলাপ করছে। সামাজিক মাধ্যমে সে বিলাপ দিগ্বিদিক ছড়িয়ে কান্না হয়ে ভেসে আসছে। নানা প্রশ্ন, এমন কেন হলো! এমন সময়ে কেন? আমাদের হাতে কিছু নেই। সিদ্ধান্ত আল্লাহর।

আজ বিকেল ৫-৩০মি: এ কাস্টম হাউস, চট্টগ্রাম এর মেধাবী কর্মকর্তা রেজওয়ানুল হক দায়িত্ব পালনকালে বড় ধরণের হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন।

আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা যেন তার সকল গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌসের উচ্চতম স্থান নসীব করেন-আমিন। তার দুটি শিশু সন্তানকে রহম করেন ও তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন ।

রেজওয়ান চট্টগ্রাম কাস্টমস হাউসে এর গেট ডিভিশনে পদস্থ ছিল। এর আগে সিসিআইডিতে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে ১৭ডিসেম্বর এনবিআর এ এআরও পদে যোগদান করেন।

তিনি ঢাকা কলেজ থেকে এসইএসসি, ইংলিশে ব্যাচেলর ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন। ছায়ানট সঙ্গীত বিদ্যায়তন থেকেও সঙ্গীত বিষয়ে পড়ালেখা করেন।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

Last Updated on August 17, 2021 4:49 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102