
মেলায় ছোট-বড় শতাধিক স্টল ঠাঁই পেয়েছে। এসব স্টলে মিলছে বাহারি শোপিস, জুয়েলারি সেট, কুটিরশিল্প, হস্তশিল্প, মেয়েদের শাড়ী, বুটিকসের টুপিস, থ্রিপিসসহ নানান ধরনের পণ্য। এছাড়াও রয়েছে শীতের পোশাক, বাচ্চাদের খেলনা, পোষাক, ইলেকট্রনিক্স সামগ্রী, নিত্যপ্রয়োজনীয় তৈজসপত্র, ঢাকা থেকে আগত ফুচকা, চটপটি, আচার ও বেকারি আইটেমের দোকান।

বিশেষ করে নারীদের গহনার পাশাপাশি পুরুষদের কোট-প্যান্টের দোকানও রয়েছে। আর শিশুদের জন্য রাখা হয়েছে নাগরদোলা, মেজিক নৌকা, ট্রেনসহ মজাদার বিনোদনমূলক আকর্ষণ।